ফিলিপাইন থেকে বিজ্ঞানের উপর প্রশিক্ষন পেলেন বন্দরের শিক্ষিকা রোজি

স্টাফ রিপোর্টার: বন্দরে সেসিপ বাংলাদেশের পক্ষ থেকে নারায়ণগঞ্জের একমাত্র শিক্ষক হিসেবে সুদূর ফিলিপাইন থেকে বিজ্ঞানের উপর প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আরিফুন নাহার রোজি। সিমিও ইনোটেক ইন ফিলিপাইন প্রকল্পের আওতায় গত ১০ আগষ্ট থেকে শুরু হওয়া ১৪দিন ব্যাপী চলা প্রশিক্ষন শেষে গত ২৪ আগষ্ট তিনি দেশে ফেরেন।

জানা গেছে, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিজ্ঞানকে সরলতম উপায়ে জানা ও বুঝা শীর্ষক প্রশিক্ষণের জন্য দেশব্যাপী শিক্ষকদের ফিলিপাইনে পাঠানো হয়। এতে নারায়ণগঞ্জের একমাত্র শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে ফিলিপাইনে পাড়ি জমান রোজি। সেখানে বিজ্ঞানের উপর হাতেকলমে প্রশিক্ষণ শেষে ২৪ আগষ্ট দেশে ফেরেন।

এদিকে এই কৃতিত্বে তাকে অভিনন্দিত করেছেন বন্দরের সকল শিক্ষক-শিক্ষার্থীরা। গত ২৫ আগষ্ট তিনি হাজী ইব্রাহিম আলমচান স্কুল এন্ড কলেজে যোগ দিলে তাকে ফুলেল অভ্যর্থনা জানান হাজী ইব্রাহীম আলমচান স্কুলের সভাপতি মঞ্জুর হাসান মঞ্জুসহ স্কুল কমিটির সকল সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।