বাংলাদেশে এস্তোনিয়া প্রজাতন্ত্রের কনস্যুলেট অফিস উদ্বোধন

বাংলাদেশে এস্তোনিয়ার কনস্যুলেট অফিসের যাত্রা শুরু হলো রাজধানী ঢাকার বনানীতে (সাফুরা টাওয়ার, ৯ম তলা, ২০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা)।
গতকাল ৯ সেপ্টেম্বর, ২০১৮ রবিবার এই অফিসের উদ্বোধন করেন রিপাবলিক অফ এস্তোনিয়ার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব সোয়েন মিক্সার।

বাংলাদেশে এস্তোনিয়ার অনারারী কন্সাল জনাব সৈয়দ ফারহাদ আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এই অনুষ্ঠানে দেশী ও বিদেশী বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর জনাব সোয়েন মিক্সার তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন – “বাংলাদেশে এস্তোনিয়ার অনারারী কন্সাল দুই দেশের মধ্যে ব্যবসা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-ক্ষেত্রে সংযোগ স্থাপনের পাশাপাশি এস্তোনিয়ার নাগরিকদের কনস্যুলার সহায়তা প্রদান করবেন।

জনাব সৈয়দ ফারহাদ আহমেদ এস্তোনিয়ার একজন প্রকৃত বন্ধু এবং আমি এখানে আসতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি।”

“আমি বাংলাদেশে এস্তোনিয়ার কনস্যুলেট অফিস খুলতে পেরে আনন্দিত ও অত্যন্ত গর্বিত, এবং আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করি যে, এটি বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে একটি দৃঢ় ও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে” – বলেছেন বাংলাদেশে এস্তোনিয়া প্রজাতন্ত্রের অনারারী কন্সাল জনাব সৈয়দ ফারহাদ আহমেদ।

কনস্যুলেট অফিস উদ্বোধনের পর জনাব সোয়েন মিক্সারের সম্মানে ওয়েস্টিন ঢাকায় একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।