বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ৩০

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা বোরহানউদ্দিন দেউলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়পাতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাটি সোমবার বিকাল সাড়ে ৪টায় রজ্জব আলী মৃধা বাড়ীর সংলগ্ন এলাকা ঘটেছে।

আহত ও হাসপাতাল সুত্রে জানা গেছে, দেউলা ইউনিয়নের বড়পাতা মৌজার জে.এল.নং ৫৪ এস, এ ২২/১ খতিয়ানের এর ৫৩৩, ৪০০ নং দাগের জমিন নিয়ে শাহাজল গ্রুপ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। স্থানীয় ভাবে শালিশ মিমাংস হয়। ওই বিরোধি জমিতে জাহাঙ্গীর গ্রুপ জমিতে ধান রোপন করতে গেলে শাহাজল গংরা বাধা দেন।

এ ঘটনা কে কেন্দ্র করে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় গ্রুপের প্রায় ৩০ জন আহত হন। আহদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শাহাজল (৫৫), আয়ুবআলী (৪০), আকতার (৩৫), নাছির (২২), সুমন (২০), সুজন (১৮) গুরুত্বর জখম হয়। অপরপক্ষের আবুল কাশেম (৬০), নুরজাহান (৪৫), কয়ছর আহমেদ (৬০), জাহাঙ্গীর (৩৫), আমানউল্লাহ (৩৫) রাসেল (২০) গুরুত্বর জখম হয়।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ অসিম কুমার সিকদার জানান, উভয় পক্ষ ডিউটি অফিসারের কাছে এসেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।