মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ঘিওরে ৫ প্রতিষ্ঠান কে অর্থদন্ড

এম আজাদ হোসেন, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ: মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ প্রতিষ্ঠান কে অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়।

বৃহস্পতিবার দুপুরে ঘিওর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দশকর্ম ভান্ডারকে ২ হাজার, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহা ব্রাদার্স ষ্টোরকে ৫ হাজার, পণ্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় লোকনাথ ভান্ডারকে ৪ হাজার, একই অভিযোগে আনছার ষ্টোরকে ২ হাজার এবং আনোয়ার ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এসময় আরও ২ টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অভিযান পরিচালন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এসময় সহযোগিতা করেন জেলা ক্যাবের কার্যকরী সদস্য এবং ঘিওর থানা পুলিশের সদস্যগণ।