লাভ বার্ড এ অস্বাস্হ্যকর খাবারের অভিযোগ, ভ্রাম্যমান আদালতে জরিমানা.

কে.এম.রিয়াজুল ইসলাম, বরগুনাঃ আজ দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে জানা গেলো একই পরিবারের ৫ জন, বরগুনা সরকারি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রসহ মোট ১২ জন বরগুনা নাথ পট্টি লেকের দক্ষিণ পার্শ্বে লাভ বার্ড ফাস্টফুডের পিজ্জা ও বারগাড় খেয়ে অসুস্থ হয়ে গত পড়শু দিন শুক্রবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে ভর্তি হওয়া রোগিদের অভিযোগ পেয়ে বেশ কয়েকজন লোক তাদের ফেইজবুকে পোস্ট করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে রোগিদের দেখে লাভ বার্ডে যায় ভ্রাম্যমান আদালত।

অস্বাস্থ্যকর খাবার পাওয়ায় ৩ হাজার টাকা লাভ বার্ডকে জরিমানা করা হয়েছে এবং তাঁদের অভিযোগ সদর রোডের আনন্দ ফাস্ট ফুড থেকে সকল খাবার সরবরাহ করে। অভিযোগটি ভ্রাম্যমান আদালত আমলে নিয়ে সেখানে গিয়েও অস্বাস্থ্যকর খাবারের প্রমান পায়। তাই আনন্দ ফাস্টফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে উভয়দেরকে সাবধান করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।