লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী পালন করা হয়। আজ সকালে দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর উদ্ভোধন করা হয়। এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, আলহাজ্ব মাহমুদ খান, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম মহাসচিব শামীমা চৌধুরী, আহসান হাবীব ইমরুজ, আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হেমায়েত উদ্দিন, বাংলাদেশ ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ প্রমূখ।

এছাড়াও চট্টগ্রাম মহানগর, কুমিল্লা মহানগর, গাজীপুর মহানগর, ময়মনসিংহ মহানগর, রংপুর মহানগর, সিলেট মহানগর, কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা দক্ষিণ জেলা, গাজীপুর জেলা, জামালপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উল্লেখ্য যে, ১৯৭৪ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে বিশিষ্ট রাজনীতিক মাওলানা আব্দুল মতিন লেবার পার্টির প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি এক দলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৎকালীন অন্যান্য রাজনৈতিক দলের সাথে লেবার পার্টিকেও নিষিদ্ধ করা হয়।

পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন সহ মেহনতি মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সকল আন্দোলন সংগ্রামে মাওলানা মতিনের নেতৃত্বে লেবার পার্টির সক্রিয় অংশগ্রহণ ছিল। বর্তমানেও বিশিষ্ট রাজনীতিক ও গবেষক এমদাদুল হক চৌধুরীর নেতৃত্বে ২০ দলীয় জোটের শরিক দল হিসেবে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার সংগ্রামে লেবার পার্টি সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।