শিবগঞ্জের চরাঞ্চলের অসহায়দের বিনা টাকায় চিকিৎসা ও ঔষদ প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চরাঞ্চলে গরীব ও অসহায়দের বিনা টাকায় পানি বাহিত রোগের চিকিৎসা ও ঔষধ বিতরনের লক্ষ্যে ডাঙায় ডাক্তার খানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোটারী কমেনিউটি কোর অব পদ্মার আয়োজনে ও পল্লী সামাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ও ঐ সংস্থার সভাপতি এ্যাডভোকেট আশফাকুর রহমান রাসেলের সভাপতিত্বে ২৩সেপ্টেম্বর সকালে এ অনুষ্ঠান শুভ উদ্বোধান করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস নিলুফা ওল্ড কয়োর এন্ড সার্ভসি এর নির্বাহী পরিচালক মোহাঃ হোসেনুল হায়দার বাবু, পাকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য বজলার রহমান, পল্লী চিকিৎসক আফজার হোসেন প্রমুখ। চিকিৎসা প্রদান করেন এসময় শিবগঞ্জ ডায়াবেটিক সেন্টার ও নিলুফা ওল্ড কয়োর এন্ড সার্ভসি মেডিকেল অফিসার ডা. সুফিয়ানা আরা ও ঢাকা মিরপুর শিশু হাসপাতালের শিশু চিকিৎসক ডা. রায়হান মাহফুজ এমবিবিএস, বিসিএস চিকিৎসা প্রদান করনে।

এ কমসূচীর মাধ্যমে ৬শ পরিবারকে বিনা টাকায় চিকিৎসা ও তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।