শিবগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর, চরলক্ষীপুর, পাঁকা, পাঁকা মধ্যপাড়া, কদমতলা, দক্ষিণপাড়া পাঁকা ও নিশিপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও ১ প্যাকেট করে বিস্কুট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

এছাড়া শুকনো খাবারও বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আসলাম, ইউপি সচিব আকবর হোসেন, ইউপি সদস্যবৃন্দ, ইউডিসি উদ্যোক্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ-সহ অন্যরা।

ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪’শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ২২ কার্টুন বিস্কুট বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে। সরকারিভাবে বন্যার্তদের জন্য যখন যেভাবে ত্রাণ আসবে উপজেলা প্রশাসনের পক্ষে তাদের মাঝে বিতরণ করা হবে।