শ্রীমঙ্গলে বিদ্যুৎ এর উদ্ভোধন

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নের পশ্চিম বরুনা গ্রামে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় বাংলাদেশ জাতীয় সংসদের সাবকে চীফ হুইপও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন।

শ্রীমঙ্গলের বরুনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মুজুল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারন স¤পাদক অর্ধেন্দু কুমার দেব, মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির এজিএম (এমএস) শ্যামল ঘোষ, পল্লী বিদ্যুৎ এর পরিচালক এম এ রহিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিক আহমদ প্রমুখ।

১৮ লক্ষ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পে ২৯ লাখ টাকা ব্যয়ে ১.৪৬৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মান করে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম বরুনা গ্রামে ৫৫ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে।