শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার সামনে ময়লার বিশাল স্তুপ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার সামনে পৌরসভার ময়লার বিশাল স্তুপ সরানোর দাবীতে শ্রীমঙ্গল পৌরসভার সম্মুখে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী ও স্বারকলিপি প্রদান করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দরা।

২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভার সামনে ময়লার স্তুপ সরানোর দাবীতে আন্দোলনরত সংগঠনের আহবায়ক নুরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও সমাজকর্মী মো: তহিরুল ইসলামের মিলন এর পরিচালনায় এ কর্মসুচীতে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, জাসদের সভাপতি এলেমান কবীর, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্র লীগের যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষার্থী উচ্ছাস কান্তি দাশ, কান্তী ধর প্রমুখ।

অবস্থান কর্মসূচী শেষে পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল করিম এর নিকট স্বারকলিপি তুলে দেয়া হয়। এসময় বক্তারা বলেন ৩০ সেপ্টেম্বর এর মধ্যে কলেজের সামনে ময়লা আবর্জনা বন্ধ না হলে ১ অক্টোবর থেকে আরও কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে।