সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা

মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম অর্গানাইজেশন নীলফামারী জেলা ইউনিটের আয়োজনে ২৭ সেপ্টেম্বর বৃহঃপতিবার সকাল ১১টার সময় নীলফামারী শিল্প কলা একাডেমি হলরুমে এ সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম অর্গানাইজেশন নীলফামারী জেলা ইউনিটের সমন্বয়ক, মাহমুদ আল হাসান রাফিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমিনুল ইসলাম আমিন,

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রশাসক জেলা পরিষদ নীলফামারীর এ্যাড.মমতাজুল হক, নীলফামারী সদর চেয়ারম্যান আবুজার রহমান,বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ- কমিটির সদস্য, আমেনা কহিনূর আলম।

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আইজিত আরাফাত অরুপ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কল্যান ও পূর্নঃবাসন কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সহস্রাধিক নেতা কর্মবৃন্দ।