স্বয়ং সম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ

ইবি প্রতিনিধি: “স্বয়ং সম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩০০ কেজি মাছ অবমুক্ত করেছে প্রশাসন। সোমবার বেলা ১২ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পুকুর এবং জলাশয়কে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে মাছের পোনার জন্য কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর বরাবর আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে ৩০০ কেজি মাছের পোনা প্রদান করে কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর। বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুর ও বিশ্ববিদ্যালয় লেকে এ মাছ ছাড়েন প্রশাসন। এসময় ভিসির সাথে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ প্রমুখ।