সড়কপথে দুর্ঘটনা এড়াতে ভোলায় ভ্রাম্যমান আদালত অভিযান

ভোলায় গুরুত্বপূর্ন সড়কগুলোতে সড়কপথে দুর্ঘটনা এড়াতে এবং জনদুর্ভোগ হ্রাস করতে চলমান যানবাহনগুলির ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিট, ফিটনেস সার্টিফিকেট, হেলমেট পরিধানসহ বিভিন্ন দিক যাচাই করে দেখেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকালে ভোলার বিভিন্ন সড়কে এ অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকী ও শাখাওয়াত হোসেন।
অভিযানে অভিযুক্তদের- ‘মটরযান অধ্যাদেশ, ১৯৮৩ মোতাবেক প্রাসঙ্গিক জরিমানা ও শাস্তি প্রদান এবং সেইসাথে এই ব্যাপারে সচেতন করা হয়। ৮জনকে বিভিন্ন কারনে ৪হাজার ৬শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

নিরাপদ সড়ক বাস্তবায়নে, ভোলা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী জেলার গুরুত্বপুর্ন সড়কগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।