১‘শ ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটে ইট বোঝাই ট্রাক থেকে ১‘শ ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে খূলনা বাগেরহাট মহাসড়কের ফুলবাড়ি বেইলী ব্রিজ সংলগ্ন বিকল্প সড়ক থেকে এদের আটক করা হয়। এসময় ইট বোঝাই ট্রাকটি জব্দ করে পুলিশ।

আটকৃতরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের চাকুরী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ট্রাক চালক কামাল শেখ ওরফে ভাইরাস কামাল (৪৬) এবং সাতক্ষিরা জেলার দেবহাটা উপজেলার গাব্বাখালী গ্রামের মোশারেফ হোসেনের ছেলে আব্দুল জলিল শেখ (২৭)।
বাগেরহাট মেডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, একটি ইট বোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটিকে জব্দ করা হয়।

পরে ট্রাকের ইট সরিয়ে ১‘শ ৯৮ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালকসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, কামাল শেখন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে।