৫৩ দুগ্ধ-সমবায়ী পেল ২ লাখ ৪০ হাজার টাকা করে ঋণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাভী ক্রয়ের জন্য ৫৩ দুগ্ধ-সমবায়ীর প্রত্যেককে ২ লাখ টাকা করে এবং গো-খাদ্য ক্রয়ের জন্য ৪০ হাজার টাকা করে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন। ‘বৃহত্তর ফরিদপুর চরা ল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদি পশুর জাত উন্নয়ন ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিকরণ কারখানা স্থাপন’ প্রকল্পের আওতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক ঋণ বিতরণ অনুষ্ঠানে টুঙ্গিপাড়ার ১৭ টি দুগ্ধ-সমিতির ৫৩ সদস্যের হাতে এসব ঋণের চেক তুলে দেয়া হয়।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ আতাহার আলী। আলোচনায় আরও অংশ নেন বিশেষ অতিথি টুঙ্গিপাড়া পৌর-মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও মোঃ নাকিব হাসান তরফদার, প্রমূখ। আলোচনা শেষে অতিথিগণ সমবায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন।