মোঃ খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধিঃ আগামীকাল রবিবার নওগাঁর পত্নীতলায় আসতাছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জানা যায়, এদিন বেলা ১২ টার দিকে পত্তীতলা থানার নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করবেন তিনি।
এসময় স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার (বাবলু), জেলা প্রসাসক, জেলা পুলিশ সুপার, পুলিশ কর্মকতাগণ, জেলার বিভিন্ন আসনের সাংসদ গণ ও নওগাঁ জেলা- পত্নীতলা উপজেলার আ’লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পরে উক্ত উদ্বোধন শেষে বিকেল আড়াইটার দিকে পত্নীতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে (সাবেক নজিপুর পাবলিক মাঠ) উপজেলা আ’লীগ আয়োজিত “মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মুলকল্পে” শুধী সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন মন্ত্রী।