বরিশাল: বরিশাল বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে আগত প্রায় ৯০ জন রাজনৈতিক নেতৃবৃন্দ বরিশালে একই মঞ্চে শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচনের শপথ গ্রহণ করেছেন। আজ বরিশালের বান্দ রোডে অবস্থিত হোটেল গ্রান্ড পার্কে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে বরিশালের রাজনৈতিক নেতৃবৃন্দের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে “শান্তিতে বিজয়” ক্যাম্পেইনের আঞ্চলিক উদ্বোধন করা হয়েছে।
ইউএসএআইডি এবং ইউকেএইড এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের Strengthening Political Landscape (SPL) প্রকল্পের আওতায় “শান্তিতে বিজয়” ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ নির্বাচন ও সহনশীল রাজনীতির চর্চা বৃদ্ধিতে, ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনটি বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ জনগণকে সচেতন করবে ও তাঁদের অংশগ্রহণ করার সুযোগ তৈরি করবে। আজকের আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও বিএনপি’র নেতৃবৃন্দ রাজনৈতিক সহনশীলতা ও সম্প্রীতির সমর্থনে একসাথে দাঁড়িয়ে সহিংসতার বিরুদ্ধে অঙ্গীকার করেছেন।
অনুষ্ঠানে বরিশাল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন বলেন, শান্তি একটি আপেক্ষিক শব্দ। রাজনৈতিক শান্তি ছাড়া দেশে শান্তি আশা করা সম্ভব নয়। ডিআই আমাদের গণতন্ত্রে উসাহ দেওয়ার জন্য কাজ করছে। একসাথে কাজের আহ্বান করছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি তালুকদার মো: ইউনুছ, বলেন, আমাদের সহনশীলতার সাথে নির্বাচনে অংশ নিতে হবে। বিরোধী দল ভালো কথা বললে তা মেনে নিতেও তারা রাজি। সবার নির্বাচনে অংশ নিতে হবে। শান্তি আনতে হলে সহনশীলতার বিকল্প নেই। সুশীল সমাজের সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ মো: হানিফ বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান গণতন্ত্রের পূর্ব শর্ত। সহাবস্থান ছাড়া শান্তি প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন বলেন, আমাদের ধৈর্যশীল হতে হবে। সহনশীল হতে হবে সুন্দর বাংলাদেশ গড়তে।
এছাড়া, শান্তিতে বিজয় ক্যাম্পেইনের এই আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম নুপুর, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, বরগুনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড.মো.হালিম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর, বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি এ্যাড.এ.কে.এম মুরতজা আবেদীন, সুশীল সমাজ সদস্য শিক্ষাবিদ শাহ শাজেদা এবং স.ম. এমানুল হাকিম।
‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল দেশের ১৬ কোটি মানুষের জন্য শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির পক্ষে একাত্ম হওয়ার মঞ্চ তৈরি করা। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিপুল সংখ্যক সাধারণ মানুষের মতবিনিময়ের সুযোগ তৈরি করার জন্য সারাদেশে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আওতায় আয়োজিত হচ্ছে শান্তি-শোভাযাত্রা, নির্বাচনী প্রার্থীদের সাথে মুখোমুখি সংলাপ, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে গোলটেবিল বৈঠক ও কর্মশালা। সেই সাথে দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজে সাড়ম্বরে পালিত হচ্ছে শান্তিতে বিজয় কর্মসূচি। এই অনুষ্ঠানগুলোতে ছাত্র/ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় নাগরিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধগণ একত্রিত হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার স্বপক্ষে একসাথে কাজ করার জন্য তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতাদেরকে উদ্বুদ্ধ করছেন।