আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘হাত ধোব নিয়মিত সুস্থ্য থাকব সবাই স্বাস্থ্যসম্মত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ উপলক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আত্রাই উপজেলা আমচত্বর থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।