বান্দরবান প্রতিনিধি: বান্দরবান আলীকদম উপজেলাতে নয়াপাড়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় বজ্রপাতে ২ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হন। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেল পনে চার টায় উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের তুলাতলি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম সেনা জোনের কর্মকর্তা ও থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিক উল্লাহ সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতরা হলেন, ইলিয়াছ আলীর ছেলে মো. রবিউল হোসেন (২০) ও মো. আলী হোসেনের ছেলে আলী জহুর (১৯)। এ ঘটনায় আব্দুর রহমান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ও আহতরা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গা। তারা আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকায় জনৈক নবী হোচনের বাড়িতে কৃষিকাজ কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা বলেন, নিহত ২ জন কৃষি শ্রমিক ছিলেন। তারা বিকেল বেলাতে জমিতে কৃষিকাজ করেছিল। এসময় হঠা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ জানান, নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার সাংবাদিককে বলেন, আমরা খবর পাওয়া মাত্র ইউপি চেয়ারম্যান সহ ঘটনাস্থল পরিদর্শনে যাই। নিহতরা বহিরাগত রোহিঙ্গা হওয়ায় কোন প্রকার অন্যান্য সহায়তা হাতে নেয়া সম্ভব হয়নি।