লিয়্কাত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ পৌর এলাকায় জনসংযোগ করেছেন। জানাগেছে, জাপা নেতা মোস্তফা আল মাহমুদ দলীয় নেতা-কর্মী সমর্থকদের নিয়ে দুপুরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে জনসংযোগে বের হন। তিনি ইসলামপুর বাজার এলাকাসহ প্রধান সড়ক ও বিভিন্ন সড়কে পার্শে ব্যবসায়ী ও পথচারী বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
প্রচারপত্র বিলি করে লাঙল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়াও তিনি থানামোড় বটতলা চত্তরে, মাদরাসা মোড় এবং দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি ভবিষ্যতে ইসলামপুরের নদীভাঙন রোধ, বেকারত্ব দূরীকরণ, যুব শক্তির বিকাশ, হতদরিদ্র মানুষের উন্নয়ন ও শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।
এ সময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপু, আব্দুস সালাম ঘুনু, ফেরদৌস আলী, শাহআলী মোঃ মাহমুদুল্লাহসহ জাতীয়পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।