এসপির নির্দেশনায় মাদকের চালান আটক

আলিফ হোসেন, তানোর: রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মুহাঃ শহীদুল্লাহ (পিপিএম)-এর দিকনির্দেশনায় ও গোপণ সংবাদের ভিত্তিতে তানোর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলামের নেতৃত্বে তানোর থানা পুলিশ একটি প্রাইভেট কার তল্লাশী করে দু’হাজার পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন নাটোর জেলার পূর্বহাগোরিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র বকুল হোসেন (২৮), রাজশাহীর পুঠিয়া উপজেলার বাড়ইপাড়াগ্রামের আফসার আলী ওরফে পচার পুত্র মুক্তার হোসেন (৩৩) ও চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উপরটোলা মুরাদপুরগ্রামের মৃত জিল্লুর রহমানের পুত্র সাদিকুল ইসলাম (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের ২৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আশা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ-১৩-০৮৬৭) তানোর থানা মোড়ে আটক করে তল্লাশী করা হয়। এ সময় কারের ভিতরে বিশেষ কৌশলে রাখা দুটি প্যাকেট থেকে দুই হাজার পিচ ইয়াবা উদ্ধার ও তিন জনকে আটক করা হয়। তবে কারের চারজন আরোহীর মধ্যে একজন কৌশলে পালিয়ে যায় তার নাম ঠিকানা জানা জায়নি।

তানোর থানার অফিমার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, এসপি স্যারের দিকনির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কার আটক করে থানায় এনে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় পেপার দিয়ে মোড়ানো দুটি প্যাকেটে দুই হাজার পিচ ইয়াবা উদ্ধার, কার জব্দ ও চালকসহ ৩ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেয়া হয়েছে।