আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পুলিশী বাঁধায় মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির কালো পতাকা মিছিল-সমাবেশ। রবিবার সকাল ১১টায় জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল দিয়ে মহা সড়কে উঠতে গণপূর্ত বিভাগের অফিস কার্যালয়ের সামনে পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশী বাঁধা উপেক্ষা করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহদেুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সাগর নোমান প্রমূখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় ফরমায়েশি রায়ের প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এ কর্মসূচী পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভপতি কংচাইরী মারমা, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামসহ জেলা ও উপেজলার বিএনপির অঙ্গ-সংগঠেনর নেতাকর্মীরা এতে অংশ নেয়।