স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী’র (২০১৯ইং-২০২১ইং) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আর মাত্র ১৫দিন বাকী। রোববার সকাল ১১টায় বন্দর উপজেলা বিআরডিবি মিলনাায়তনে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি পদে ৪জন, সাধারণ সম্পাদক পদে ২জন, যুগ্ম সম্পাদক পদে ৪জন এবং কার্যকরি সদস্য পদে ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সদস্য পদ না থাকায় অপরাপর সদস্য প্রার্থী হেলেনা রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এদের মধ্যে সহ-সভাপতি পদে এ্যাড.মাহমুদা আক্তার, মোঃ ওবায়েদউল্লাহ, রাজু আহাম্মদ ও আতাউর রহমান, সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমেদ সেন্টু ও নুরুল হক মান্নাহ, যুগ্ম সম্পাদক পদে সাইফুল্লাহ মাহমুদ টিটু, মফিজুর রহমান মফিজ, মোয়াজ্জেম হোসেন ও মোঃ কামাল হোসেন এবং সদস্য পদে রইস মুকুল, মিতু মোর্শেদ, রোকসানা সামিয়া, ফজলুল হক, শাহী ইফাত জাহান মায়া, শহীদুর রহমান, গৌতম কিশোর ঘোষ, গৌতম চন্দ্র দাস প্রমুখ, সিরাজুল ইসলাম।
এ ব্যাপারে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমীন আক্তার জানান, ১জন সদস্য প্রার্থী ব্যাতিত সবক’টি বৈধ ঘোষণা করা হয়েছে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে বলে আশাবাদী।