বরগুনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বরগুনা প্রতিনিধি: ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নের্তৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার সাজানো রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন লঞ্চ ঘাট চত্বরে পৌঁছালে পুলিশ তাতে বাঁধা দেয়।

পরে রগুনা পৌর ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজিবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.আবদুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঈনুদ্দিন, জেলা মহিলাদলের আহবায়ক ও যুগ্ম-সাধারণ সম্পাদক রীমা জামান, হাবিবুর রহমান পান্না,

তারিকুজ্জামান টিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার নলটোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হক হাওলাদার, বরগুনা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম রনি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরিফসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদলের নের্তৃবৃন্দ প্রমূখ।