বিড়ি খাওয়া নিয়ে ঝগড়ায় যুবকের মৃত্যু

বড়াইগাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ায় পিটুনিতে মজনু শেখ (২৭) নামে এক যুবক মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর গড়মাটি এলাকায় মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক কোরবান প্রামাণিক (৩৫) পলাতক রয়েছেন।

আজ সোমবার সকালে মজনুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মজনু গড়মাটি গ্রামের নুর আলী শেখের ছেলে। স্থানীয় গ্রাম পুলিশ ইয়াসিন শেখ জানান, রাতে গড়মাটি মাঝিপাড়া তিনরাস্তার মোড়ে অবস্থিত কুতুব আলীর দোকানের সামনে বেঞ্চে বসে মজনু স্থানীয় আজগর আলীর কাছে বিড়ি চায়। এ সময় উপস্থিত একই এলাকার আখের প্রামাণিকের ছেলে কোরবান বিড়ি চাওয়ার কারণে মজনুকে গালমন্দ করতে থাকে।

এক পর্যায়ে মজনুও গালাগালি শুরু করলে কোরবান কাঠের বাটাম দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে। এ সময় মজনু প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। পরে উপস্থিত অন্যান্যরা মজনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই নাক-কানে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, ঘাতক কোরবান আলীকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।