জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের পাশের দু’শত বছরের পুরানো শিশু গাছের একটি ডাল ভেঙ্গে নাভারন বাজারের নিউ মার্কেটের সামনে মর্মান্তিক মৃত্যুর স্বীকার হলেন পথচারী মটরসাইকেল চালক নুর হোসেন(২৫)। আহত হলেন আরোহী আসাদুল (২৪)। নিহত নুর হোসেন উপজেলাার কাশিয়াডাঙ্গা গ্রামের কদর আলীর পুত্র ও আহত আসাদুল একই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।
আচমকা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটছে রবিবার রাত পৌনে ৮টার সময়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক পৌনে ৮টার সময় সড়কের পাশের বহু বছরের পুরানো শিশু গাছের একটি পুরানো বড় ডাল আচমকা ভাবে ভেঙ্গে রাস্তার উপর পথচারী মোটরসাইকেল চালক নুর হোসেনের উপর পড়ে। মটর সাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং চালক নুরহোসেন ও আরোহী আসাদুল মারাত্মক আহত হয়। স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুর হোসেন মারা যায়। মুহুর্তের মধ্যে বাস ট্রাক আটকে রাস্তায় জ্যাম লেগে যায়। নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করেছে।
নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্হিত হয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দুর্ঘটনায় কবলিত মটরসাইকেল টি উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে নাভারন বাজারে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও স্হানীয় এলাকাবাসি।
বেদনা বিধুর এঘটনার পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। এসময উপস্হিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল ও ওহিদুজ্জামান। ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রমজান শরিফ বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা সাংবাদিক কল্যান সংস্হার সভাপতি আমিনুর রহমান সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বেনাপোল মহাসড়কের দুই ধারে রেইন্ট্রি গাছ কর্তন করে সাধারন মানুষের নির্বিগ্নে চলাচলের ব্যবস্হা করার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।