বেনাপোল প্রতিনিধিঃ যশোরের চৌগাছা সীমান্ত এলাকা থেকে রোববার সকালে পরিত্যক্ত অবস্থায় আটটি ভারতীয় এয়ারগান জব্দ করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, রোববার সকালে ভারত থেকে পাচার হয়ে আসা চৌগাছার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানগুলো জব্দ করা হয়।
ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার করে বাংলাদেশে আসছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। প্রতিটি অস্ত্র আলাদাভাবে পাটখড়ি দিয়ে পেচানো অবস্থায় পাটখড়ির গাদার ভিতরে লুকানো ছিল। বিজিবি জব্দকৃত এয়ারগান গুলো চৌগাছা থানায় জমা দিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে চৌগাছা থানায়।