ভুয়া নিবন্ধিত ৫০০টি সচল সিম উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি দোকানে অভিযান চালিয়ে ৫০০টি সচল সিম উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
রোববার রাতে নগরীর রেয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের সিদ্দিক এন্টারপ্রাইজে সিমগুলো পাওয়া যায়। কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসাইন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ওই দোকানের মালিক মিজানুর রহমানকে (২৭) গ্রেপ্তার করা হয়।

এগুলোর মধ্যে ৩০০টি গ্রামীণফোন ও ২০০টি টেলিটক অপারেটরের সচল সিম ছিল। আমাদের কাছে সংবাদ ছিল দোকানটিতে ভুয়া নিবন্ধিত বিভিন্ন অপারেটরের সচল সিম বিক্রি করা হয়। সে প্রেক্ষিতে অভিযান চালাই। এসব সিম ব্যবহার করে বিভিন্ন মানুষ অপরাধমূলক কাজ করে। যেগুলো সন্ধান করা আইন-শৃঙ্খলা বাহিনীর বেগ পেতে হয়।

মিজানুরের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।