হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর গড় এলাকার বহু পুরানো বাংলাদেশ বন বিভাগের চাড়ালজানি ফরেষ্ট রেঞ্জ অফিস থেকে কোমলবাইদ পর্যন্ত পাকা হলেও বাকী ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার শিবগঞ্জ রাস্তাটি স্বাধীনতার পর থেকে এখনো পাঁকার মুখ দেখেনি। রাস্তাটি বেহাল দশা থাকায় এ অ লের জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগে পড়েছে।
সড়কটি স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পরেও সংস্কারের মুখ দেখেনি। লালমাটি অধ্যূষিত কৃষি নির্ভর বেরীবাইদ, অরনখোলা, আউশনারা, মহিষমারা, এ চার ইউনিয়নের প্রায় ২০ হাজার মুসলমান ও আদিবাসী গারো সম্প্রদায়ের প্রায় ১ থেকে দেড় লাখ কৃষকের পণ্য আনা-নেয়ার একমাত্র প্রধান সড়ক এটি। সড়কটি সংস্কার না করায় আদিবাসী গারো সম্প্রদায় সহ স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মধুপুরের বাংলাদেশ বন বিভাগের চাড়ালজানি রেঞ্জ অফিস হয়ে কোমলবাইদ পর্যন্ত পাকা হলেও বাকী কোমলবাইদ থেকে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার শিবগঞ্জ সড়কটি পাকিস্তান আমলে ময়মনসিংহের মুক্তাগাছা ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাথে সংযুক্ত হয়েছে। এ সড়কটি আউশনারা ও অরণখোলা ইউনিয়ন পরবর্তীতে অরনখোলা ইউনিয়ন ভাগের ফলে বেরীবাইদ ও মহিষমারা ইউনিয়নের সীমান্ত সড়ক হওয়ার কারণে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সড়কটিকে গুরুত্ব দেননা।
ফলে যুগের পর যুগ ধরে অবহেলিত রয়েছে, সড়কটি স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছরেও পাঁকার মুখ দেখেনি। সড়কটি দিয়ে বেরীবাইদ, অরনখোলা, মহিষমারা ও আউশনারা ইউনিয়ন ও মুক্তাগাছা উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। সড়কটি আদিবাসী ও এসব এলাকার কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে আনারস, কলা, আদা, হলুদ, পেঁপে, কচুসহ নানা কৃষি ফসল বাজারে নিয়ে যেতে হয়। রাস্তা কাঁচা থাকার ফলে কৃষকদের চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
বর্ষাকালে দুর্ভোগের মাত্রা আরোও বেড়ে যায়। কাঁদা জলে একাকার হয়ে পড়ে সড়কটি। উপাদিত কৃষি পণ্য পানির দামে বিক্রি করতে বাধ্য হয় অথবা কয়েক গুন ভাড়া বেশি দিয়ে কাঁচা মাল বাজারে নিতে হয়। এজন্য কৃষি ক্ষেত্রে এ এলাকার কৃষকরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ফসল উপাদন করেও ন্যায্য মূল্য থেকে বিরত হচ্ছে। মাগন্তিনগর থেকে মোটের বাজার অংশের অবস্থা আরও করুণ। ওই এলাকার অর্থনীতির চালিকা শক্তি কৃষি। কৃষকরা তাদের কৃষি পণ্য নিয়ে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। কাঁচামাল পরিবহনে তাদের দিগুন ভাড়া গুনতে হচ্ছে। সড়কটি পাকা করণের দাবী এলাকাবাসীর।