স্কুলছাত্রী অপহরনের সময় জনতার হাতে দুই অপহরক আটক গনধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলাধীন বেগনগর গ্রামে স্কুলছাত্রী অপহরনের সময় দুই অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়, গত সোমবার রাত ৭ টার দিকে মৃত দ্বীন মোহাম্মদের মেয়ে নবম শ্রেনিতে পড়ুয়া ফারজানা খাতুন (১৫) যুবতীকে অপহরন করার ঘটনা ঘটে। এসময় স্থানীয় জনগন অপহরনকারীদের হাতেনাতে আটক করে এবং গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত ওসি আব্দুল খালেক জানান, চুয়াডাঙ্গা শান্তি পাড়ার রবিউল ইসলামের ছেলে রনি ইসলাম (২৫) ও একই পাড়ার আবুল কালামের ছেলে সুজন (২৭) বেগনগর গ্রামের নবম শ্রেনীর ছাত্রী ফারজানা খাতুন (১৫) কে অপহরনকালে স্থানীয় লোকজন তাদের গতিবিধি দেখে সন্দেহজনক হলে তাদের কে জিজ্ঞাসাবাদের সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এমতাবস্থায় তাদেরকে ধরে গনধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করে। এঘটনায় থানায় মেয়েটির ভাই বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করে।