২২ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দিচ্ছে। আর এই সকল মাদকসেবী প্রকাশ্যে সমাজের বিভিন্ন স্থানে মাদক সেবন করে সমাজ ও পরিবেশ দূষিত করছে।

সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযানে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এবং জনাবা খাদিজা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ এর সমন্বয় করে রবিবার দুপুর ১২ টা হতে রাত্রী ৮ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে মোট ২২ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃত ব্যক্তি আমিরুল (৩০), পিতা-আয়েশ উদ্দিন, সাং-মহারাজপুর পন্ডিতপাড়া, খায়রুল (২৫), পিতা-মোঃ ওহাব, সাং-নসিপুর, আবু বক্কর (২৫), পিতা-তরিকুল ইসলাম, সাং-চকজগলু, রবিউল ইসলাম (৫০), পিতা-মৃত ভুলু মন্ডল, সাং-কালীনগর, বাবু (৩৫), পিতা-আবেদ আলী, সাং-ঘোড়াপাখিয়া, জীবন আলী (২৫), পিতা-মৃত হারেজ আলী, সাং-আলীনগর, শ্রী দয়াল রবি দাস (৩০), পিতা-শ্রী গোপেন রবি দাস, সাং-বালিয়াডাঙ্গা, বাদরুল (৩০), পিতা-মোঃ এস্তাহার, সাং-কালীনগর, সারিউল ইসলাম (১৯), পিতা-মৃত আজিম, সাং-ইউসুফ নগর, শাকিল রেজা শুভ (২১), পিতা-সেলিম রেজা শাহীন,

সাং-চাঁপাই পালশা মিশন, মোহন (৩০), পিতা-মৃত সেলিম, সাং-পিটিআই বস্তি, সর্ব থানা-চঁঅপাইনবাবগঞ্জ সদর, শ্রী সুমন (২৮), পিতা-শ্রী নিবারন কর্মকার, সাং-রানীনগর, থানা-শিবগঞ্জ, শাহীন আলী (২৩), পিতা-শুকুরুদ্দিন, সাং-উপরাজারামপুর, চুন্নু (৪৮), পিতা-মৃত মাহাতাব উদ্দিন, সাং-খালঘাট, সেরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত সৈয়দ আলী, সাং-দূর্গাপুর, রহমত আলী (২২), পিতা-মোখলেছুর রহমান, সাং-বালুগ্রাম, দিলিপ হেমরন (৪০), পিতা-মৃত আমীন হেমরন, সাং-দক্ষিণ শহর, মিলন (২২), পিতা-তরিকুল ইসলাম, সাং-জোড়গাছি, আবুল কালাম (৪০), পিতা-মৃত কাহন মন্ডল, সাং-বিদিরপুর, তারেক বিন জাহান (২৭), পিতা-মৃত আকরাম হোসেন, সাং-মহারাজপুর, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, সোহেল রানা (৫৫), পিতা-মৃত আফজাল হোসেন, সাং-কানসাট, থানা-শিবগঞ্জ, সাকিব (৪২), পিতা-মৃত ফাকু বিশ্বাস, সাং-চকআলমপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। জরিমানাকৃত টাকা তাক্ষণিক আদায় করতঃ সরকারী কোষাগারে জমা করা হয়।

ঘটনাস্থলে ধৃত আসামীদের নিকট হতে ১। গাঁজা-৭৫০ গ্রাম, ২। চোলাই মদ-২৭০০০ লিটার, ৩। এ্যাম্পল ইনজেকশন-০৯ টি, ৪। গাঁজা কলকি-০৭ টি, ৫। দিয়াশলাই-০৬ টি উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

Attachments area