অবরোধকারীরা এ্যাম্বুলেন্স আটকে রাখায় শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবরোধকারীরা এ্যাম্বুলেন্স আটকে রাখায় এ্যাম্বুলেন্সের ভেতর পথিমধ্যেই অসুস্থ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুর পরিবার পরিবার সুত্রে জানা যায়, বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের আজমির এলাকার দোবাই প্রবাসী কুটন মিয়ার ৭দিন বয়সের শিশু কন্যা অসুস্থ হলে সকাল সাড়ে ৯টায় তাকে নিয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিশুর মা সায়রা বেগম ও চাচা আকবর আলী ফুল মিয়া।

শিশুটির উন্নত চিকিসার প্রয়োজন বলে তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানান, বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আহমদ হোসাইন। সরকারি এ্যাম্বুলেন্সটি অন্য রোগী নিয়ে সিলেটে চলে যাওয়ায় একটি প্রাইভেট এ্যাম্বুলেন্স নিয়ে তারা সিলেটের উদ্দেশ্যে যাত্রা করলে পথি মধ্যে দুইবার বাঁধাগস্থ হন। এতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় রাস্তায়ই শিশুটি মারা যায়।

এ ব্যাপারে শিশুটির চাচা আকবর আলী ফুল মিয়া জানান, সকাল সাড়ে ১০টায় তারা এ্যাম্বুলেন্স নিয়ে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে যাত্রা করলে প্রথমে বড়লেখা উপজেলার দাশের বাজার এলাকায় প্রায় আধাঘন্টা আটকে রাখে অবরোধকারী শ্রমিকরা। সেখান থেকে অনেক অনুরোধ অনুনয় বিনয়ে ছাড়া পেলেও পুনরায় তাদের এ্যাম্বুলেন্সটি আটকা পড়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চান্দ্রগ্রাম এলাকায়। সেখানে সেখানে অবরোধকারী পরিবহন শ্রমিকদের সাথে বাক বিতন্ডার দেড়ঘন্টা পর শিশুটির অবস্থা খারাপ হলে তারা গাড়িটি ছেড়ে দেয়।

এ সময় তারা শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায় পথিমথ্যে বেলা ২টার দিকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। শিশু মারা যাওয়ার বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বলেন, ঘটনাটা শুনেছি। তবে কেউ এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।