আজ ঐতিহাসিক বরইতলা গণহত্যা দিবস

এম.এম.রুহুল আমিন: কিশোরগঞ্জ প্রতিনিধি আজ বিভিষিকাময় ১৩ অক্টোবর, কিশোরগঞ্জের বরইতলা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলা সদরের ৫ কিলোমিটার দুরে যশোদল ইউনিয়নের বরইতলা এলাকায় বিভিন্ন গ্রামের ৩৬৫ জন নিরীহ মানুষকে পাকিস্থানী হানাদার বাহিনী একসঙ্গে হত্যা করে।

একসঙ্গে এতগুলো মানুষকে হত্যার ঘটনা ইতিহাসে বিরল। ময়মনসিংহ-ভৈরব রেলপথের পাশেই বরইতলার অবস্থান। পাক হানাদার বাহিনী পার্শবর্তী গ্রামগুলোতে লুটপাট করে ফিরে আসার পথে এক রাজাকার রটিয়ে দেয় দুজর পাক সেনাকে গ্রামবাসী গুলি করে হত্যা করেছে।
পাক হানাদার বাহিনী তখন গ্রামবাসীদের উপর দানবীয় হামরা চালায়। অল্প সময়ের ব্যবধানে ৩৬৫ জন নিরিীহ মানুষকে গুলি করে হত্যা করে।

স্বাধীনতার পরবর্তীকালে শহীদদের স্মরণে এলাকার নামকরণ করা হয় ‘শহীদনগর’। প্রচারণার অভাবে নামটি এখনো প্রতিষ্ঠা পায়নি।
২০০০ সালে জেলা পরিষদের উদ্যোগে ৬৬৭ বর্গফুট এলাকাজুড়ে ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। বর্তমান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ স্মৃতিসৌধটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।