আজ পদ্মা সেতু পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

মোঃ মনিরুজ্জামান মনির, মাদারীপুর প্রতিিনধিঃ পদ্মা সেতু রেল সংযোগের কাজের উদ্বোধনসহ পদ্মা সেতু অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন রবিবার। মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটের জনসভায় লক্ষাধিক মানুষের জনসমুদ্র স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উসব ছড়িয়ে পড়েছে পুরো দক্ষিনা লজুড়ে। সাজ সাজ রব সর্বত্র।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি দেখতে জেলার শিবচরের কাঠালবাড়ি ঘাটে আসেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রেল মন্ত্রী মুজিবল হক, আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর ই আলম চৌধুরী এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু বাস্তবায়ন হলে জিডিপি দেড় থেকে ২ ভাগ বেড়ে যাবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। দক্ষিন-পশ্চিমা লের অর্থনীতিতে আমূল পরিবর্তন ঘটবে। সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। পদ্মা সেতু হবে রেল ও সড়ক অর্থ্যা ডাবল ডেকার সেতু। রেল মন্ত্র মুজিবুল হক বলেন, বিশ্বব্যাংক সরে গেলেও প্রধানমন্ত্রীর অসীম সাহসিকতার কারনে আজ পদ্মা সেতু হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে পদ্মা সেতু হয়ে দক্ষিন পশ্চিমা ল রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে। প্রথম পর্যায়ে ঢাকা থেকে শিবচর-ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেল লাইন হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে সারাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে।

উল্লেখ্য, আবহাওয়াজনিত কারনে ১৩ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করবেন। এদিন তিনি শরিয়তপুরের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন (জাজিরা প্রান্ত) ও পদ্মা সেতুর অগ্রগতি পরিদর্শন করবেন। দুপুর ৩টায় মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ইলিয়াছ আহমেদ চৌধুরী ঘাট এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন। তার আগমনে কেন্দ্র করে ২/৩দিন ধরে বৃষ্টির মাঝেই চলছে ব্যাপক প্রস্তুতি।

চারিদিকে সাজ সাজ রব। উসবের রংয়ে সেজেছে পদ্মার পাড়। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে জনসভাস্থল। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সর্বত্র। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকমীসহ সাধারন মানুষের মধ্যে ব্যাপক উসাহ ও তপরতা শুরু হয়েছে। জনসভাস্থলে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে কাজ করছে নেতাকর্মীরা। দলীয় নেতা কর্মীসহ পদ্মা পাড় ও দক্ষিনা লের মানুষ বুনছে নতুন দিনের স্বপ্ন। প্রধানমন্ত্রীর পদ্মা সেতুতে আগমনে বৈল্পবিক পরিবর্তন ঘটবে এমনটাই আশা দক্ষিনা লবাসির।