আরাকান মহাসড়কে ধর্মঘট

জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলীর সেতুর দক্ষিণ পাড় হতে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কে সকল ধরনের যানবাহনের অঘোষিত ধর্মঘট চলছে। বাস শুন্য সড়ক খাঁ খাঁ করছে আজ বৃষ্টি থামার দিনে। কথায় কথায় ধর্মঘট। সড়কের নিয়ন্ত্রণ কার হাতে! রিমোট কন্ট্রোল যেন কিছুতেই নিয়ন্ত্রণে নেই। সামান্য কথা কাটাকাটি হলেই বাসের মালিক ও ড্রাইভার হেলপারেরা সড়কে যান বন্ধ রাখে। ফলে সাধারণ জনগণের পথ চলতে নানা ভোগান্তি পোহাতে হয়।

জানা যায়, আগেরদিন চট্টগ্রামে হানিফ পরিবহনের দুইটি কাউন্টারে ছাত্রলীগের ভাংচুর-লুটপাটের পর রোববার সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামের মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখে। সকাল থেকেই ওই মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কের দূর-পাল্লার যাত্রীরা।

এই বিষয়ে একাধিক শ্রমিক ও মালিকের কাছে জানতে চাইলে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। এমনকি পরিবহন শ্রমিক সংগঠনের নেতারাও। তবে কিছু অংশ মালিকরা বলছেন, শ্রমিকরা গাড়ি না চালালে আমাদের তো কিছুই করার নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক নেতা জানান, আগের দিন শনিবার দুপুরের পর চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু ও দামপাড়ায় হানিফ পরিবহনের দুটি কাউন্টারে ভাঙচুর ও লুটপাট শেষে কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ।

সে সময় কাউন্টারের ল্যাপটপ, নগদ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে সমাধা না হওয়া পর্যন্ত তাদের অঘোষিত ধর্মঘট চলবে বলে মন্তব্য করেন তারা। এ বিষয়ে প্রশাসনের কোন মন্তব্য পাওয়া না গেলেও মালিকেরা বিকালে বৈঠকে বসছেন বলে একটি সুত্র নিশ্চিত করেন।