ইসলামপুরে বাল্য বিবাহ ও মাদক কে লাল কার্ড

সাহিদুর রহমান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় বাল্য বিবাহ ও মাদককে লাল কার্ড দেখিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ দরবার হল রুমে অনুষ্ঠিত সকল সরকারি কর্মকর্তা, সদরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিদের উপস্থিথিতে বাল্য বিবাহ ও মাদককে লাল কার্ড দেখিয়ে উপজেলা মাসিক সভা শুরু হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহনী বিপুলে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা সাকাওয়াত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মীর্জা নিজুয়ারা, এম এ সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান টিটু, পলবান্ধা ইউপি’র চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন, গাইবান্ধা ইউপি’র চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী প্রমূখ।