উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন-পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহর বানাতে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ এর ফলক উন্মোচন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি উপরোক্ত কথাগুলো বলেন।

আব্দুলপুর ইউনয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। এজন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্ব্বোচ্য গুরুত্ব দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন করছে।

এছাড়াও মন্ত্রী উপজেলার দল্লা বানিয়াখাড়ি উচ্চ বিদ্যালয়, ছোট হাশিমপুর আরএম উচ্চ বিদ্যালয়, নবীপুর উচ্চ বিদ্যালয়, ফলিমারীডাঙ্গা উচ্চ বিদ্যালয়, নওখৈর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সূখীপীর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ এর ফলক উন্মোচন, ৩টি ত্রানের ব্রীজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৯টি কাঁচা সড়কের পাঁকাকরণ কাজের উদ্বোধন করেন।

উপরোক্ত অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিমদ্দিন গোলাপ প্রমূখ বক্তব্য রাখেন।