কচুয়ায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

সাইফুল ইসলাম (সুমন), কচুয়া: কচুয়া প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের উপর ৪র্থ তলার উর্ধমুখী সম্প্রসারণ, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ জাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, পৌরসভা মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, ইউপি আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম সুমন প্রমুখ।

অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের আহবায়ক আকতার হোসেন (সোহেল), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল, সাধারন সম্পাদক জাকির হোসেন সবুজ, বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।