কচুয়ায় রাস্তা পাকা না হওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী

সাইফুল ইসলাম (সুমন), কচুয়া: কচুয়ার বাঁচাইয়া ব্রিক ফিল্ড-তুলপাই সড়কের তুলপাই বাজার থেকে মিয়াজি বাড়ী পর্যন্ত মাত্র আধা কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বুধবার ওই রাস্তায় গিয়ে দেখা গেছে, ভাঙ্গাচোরা কাঁচা রাস্তা দিয়ে লোকজন রিক্সা, ভ্যানগাড়িসহ অন্যান্য যানবাহন নিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে।

পাকা রাস্তার অভাবে মেঘদাইর, ভূঁইয়ারা, নাংলা, সহদেবপুর, বক্সগঞ্জ এলাকার লোকজন যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হয়ে আসছিল। ২০১৭ সালে বাঁচাইয়া ব্রিক ফিল্ড থেকে তুলপাই মিয়াজি বাড়ী পর্যন্ত পাকা সড়ক সংস্কার করে দেয়া হয়েছে। কিন্তু মাত্র আধা কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় জনসাধারণের দুর্ভোগ রয়েই গেছে।

এই রাস্তা পাকা না হওয়ায় দুই দিক থেকেই যানবাহন নিয়ে লোকজন যাতায়াত করতে পারছেন না। তাই অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এ ব্যাপারে ৫নং পশ্চিম ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, তুলপাই বাজার থেকে মিয়াজি বাড়ি পর্যন্ত কাঁচা আধা কিলোমিটার রাস্তার পাকা করণ বরাদ্দ করা করা হয়েছে অতি শীগ্রই রাস্তা পাকা করণের কাজ শুরু করা হবে।