কুমিল্লায় হোটেল “মায়ামি”তে র‌্যাবের অভিযানে আটক ২, ধরা ছোঁয়ার বাইরে মূলহোতারা

আকিবুল ইসলাম হারেছ, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বুড়িচং উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের মালিকানাধীন হোটেল মায়ামিতে বিপুল পরিমান মাদক সহ আটক হয়েছে ২ হোটেল কর্মচারী।শনিবার সন্ধায় র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লার একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মায়ামী রেস্টুরেন্টের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে থেকে এসব মাদক উদ্ধার করেন।

র‌্যাব-১১ কোম্পানির অধিনায়ক স্কোয়াড্রন লিডার রেজাউল হক ও সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেন এর নেতৃত্বে শনিবার সন্ধা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ক্যান বিয়ার, ২২ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশি মদ এবং মদ বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করেন। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ২ হোটেল কর্মচারী কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জেলার বুড়িচং উপজেলার কবির হোসের ছেলে মহসিন মিয়া ও তার সহোদর ইয়াছিন। তবে মালিক পরিচালক সহ মূলহোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরেই। এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব।