কুড়িগ্রামে দুর্যোগ মোকাবেলা বিষয়ে আগাম প্রস্তুতির উপর কর্মশালা

মো:জুয়েল রানা কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দুর্যোগ মোকাবেলা বিষয়ে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উপর তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম টিডিএইচ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম।

এসময় বক্তব্য রাখেন গরীব উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুল লতিফ, স্থানীয় সংস্থা মহিদেব এর উপ-পরিচালক অমল মজুমদার ও ঢাকা আহসানীয় মিশনের প্রশিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এলনা প্রকল্পের আওতায় অক্সফাম এর আর্থিক সহায়তায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থ্যা মহিদেব এর সহযোগীতায় এ কর্মশালার আয়োজন করে গরীব উন্নয়ন সংস্থা।

এ প্রশিক্ষন কর্মশালায় ১৬টি স্থানীয় বেসরকারী সংস্থার কর্মীরা অংশ নেয়। তাদেরকে তিন দিনব্যাপী বন্যা, খড়া, শীতসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও চাহিদার উপর প্রশিক্ষন দেয়া হবে।