কৃষকের নীল বেদনা

মো: জাহাঙ্গীর আলম (জীবন) ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় এ বছর প্রায় ২৫ হেক্টর জিমেত ধান চাষ হয়েছে। মাঠ জুড়ে সোনালী রং এর ধান বইছে বাতাস। তবুও কৃষকের মনে নেই শান্তি। দাম কম খাকায় কৃষক নায্যমূল্য দাম পাচ্ছে না বলে শৈলকুপা বালিয়াডাঙ্গা গ্রামের হাসেম আলী, রয়েড়ার জাফর বিশ্বাস, সাধুহাটি জয়নাল হাজারী সহ এলাকার অনেক কৃষকের মনে অনেক ক্ষোভ।

এক মন ভালো ধান বাজার মূল্যা ৬০০ টাকা করে কিন্তু তার বিপরীতে খরচ ১০০০ টাকার উপরে। শৈলকুপা অনেক সার ডিলার মালিক বলছে ধানের দাম কম থাকায় কৃষক বাকি করছে ফলে আমাদের ব্যবসার তেমন উন্নত দেখা যাচ্ছে না। উপজেলা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু জানান এ বছর ধানে পোকা কম থাকায় ধানের ফলন ভালো হবে বলে আশাবাদ করেন।

তাই এ অঞ্চলের মানুষের আশা সরকারের একটু নজরদারিতে যদি কৃষক ভালো দাম পেতে পারে অনেক কৃষক মনে করছে।