কোটা বহালের দাবীতে খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরীতে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ৫% কোটা বহালের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বিতীয় ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলকারীরা প্রেস ক্লাব অভিমুখে যাত্রা করলে শাপলা চত্বরে পুলিশের বাধার মুখে পড়ে। পরে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি মা প্রু মারমার সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক ক্যপ্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম সদর শাখার সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার প্রতিনিধি বিমল ত্রিপুরা বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সরকারি চাকরীর ক্ষেত্রে পূর্বের ৫% কোটা বহালের ঘোষণা না আসলে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেয়।