ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার – হুইপ ইকবালুর

দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আদিবাসীদের শিক্ষার আলোয় আলোকিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা মুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, বিএনপি-জামায়াত কোন দিন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্টী, হিজড়া, ভিক্ষুকসহ দরিদ্র পিরিত মানুষকে মুল্যায়ন করেনি। ফলে দেশে কোন উন্নয়ন ও অগ্রগতি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদীবাসীসহ দরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়াসহ আত্মকর্মসংস্থানে ব্যবস্থা নিয়েছে।

ফলে দেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে। এ দেশের নাগরিক আদীবাসি, হিজড়া, ভিক্ষুকসহ সকলেই এদের কর্মসংস্থানে ব্যবস্থা করা হয়েছে। এরা আর ভিক্ষুকের থলি নিয়ে বেড়ায় না। ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে। ৯ অক্টোবর মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থান প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইমদাদ সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, ৯নং আস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ৪নং শেখপুরা ইউনিয়নেরর চেয়ারম্যান মো: মমিনুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট প্রমুখ।