গোপালগঞ্জে বেতন-ভাতাসহ চাকরি স্থায়ীকরনের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বেতন-ভাতাসহ চাকরি স্থায়ী করনের দাবীতে মানববন্ধন করেছে ডায়াবেটিক সমিতির ৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন করা হয়। ঘন্টা ব্যপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির কর্মচারী ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন বাবুল, পারভেজ শেখ, জাহানারা বেগম প্রমূখ।

মানববন্ধনে সমিতির চতুর্থ শ্রেনীর কর্মচারী মানসুরা বেগম (৩৫) বলেন, গত এক বছর ধরে তিনি এমএলএসএস পদে চাকরি করছেন। চাকরির শুরুতে তার কাছ থেকে লাখ টাকা ডোনেশান নেয়া হয়। জাতীয় স্কেল অনুযায়ি তাকে বেতন নির্ধারন করা হবে বলে ওই সময় তাকে জানানো হয়। কিন্তু গত এক বসর তিনি কোন বেতন পাননি। এরমধ্যে কয়েক মাস আগে একবার তিন হাজার টাকা সম্মানী পেয়েছিলেন। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন।

সমিতির কর্মচারী রাবেয়া কাজী (২৫) বলেন, দেড় বছর আগে রিসিপসনিস্ট পদে তিনি চাকরিতে ঢুকেছেন। তিনি দুই লাখ টাকা ডোনেশান দেন। বর্তমানে সমিতিতে ১০৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এরমধ্যে ৭২জন কর্মকর্তা ও কর্মচারীর নিকট থেকে এক কোটি ৩১ লাখ টাকা ডোনেশান গ্রহন করে সমিতির তকালীন কার্যকরি কমিটি। ডোনেশানের ওই টাকা থেকে সমিতির বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে বলে তাদের জানানো হয়। কিন্তু এক বছর ধরে চাকরি করলেও তিনি বেতন ভাতা পাননি।

কমিটির আহবায়ক জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে বিষয়টি জানালে তিনি আমাদের কাজ করে যাবার জন্য বলেন। গত চার মাস ধরে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমরা বেতন ভাতা পাচ্ছি না। আমরা বর্তমানে চরম দূর্দশার মধ্যে জীবন কাটাচ্ছি। নিয়মিত বেতন ও চাকরী স্থায়ীকরনের জন্য আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টিকার্ষন করছি।

উল্লেখ্য, গত চার মাস আগে দূর্নীতির অভিযোগে সমিতির কার্যকরি কমিটির তকালীন সম্পাদক ডাঃ আবিদ হোসেনকে কমিটি থেকে বাদ দেওয়া হয়। এছাড়া পরবর্তীতে ওই কার্যকরি কমিটি ভেঙ্গে দেওয়া হয়।