চট্টগ্রামে টাইগারেরা

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো: মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করতে চট্টগ্রামে অনুষ্ঠেয় সামনের দুই ম্যাচে মাশরাফিদের যেমন জয় প্রয়োজন, তেমনি জিম্বাবুয়েরও জয় ছাড়া বিকল্প নেই। এমন দুই গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে তাই একদিন আগেই বন্দরনগরী চট্টগ্রামে এসে পৌঁছেছে মাশরাফি-মাসাকাদজারা।

সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুৃ চট্টগ্রাম বে ভিউতে এসে পৌঁছায় বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। এর আগে বিকেল সোয়া ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দলকে বহন করা বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট।

সেখান থেকে শ্যামলী পরিবহনের দুইটি শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্রিকেটারদের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে নিয়ে আসা হয়। মঙ্গলবার (২৩ অক্টোবর) অনুশীলন শেষে বুধবার নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচটি গড়াবে শুক্রবার।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আনন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। এ ম্যাচ দিয়েই নয়োনাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।