চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহরোধে কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ রোধে কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত কিশোর কিশোরী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় সম্মনয়কারী নজিবুল্লাহ হামিম, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ড.চিত্রলেখা নাজনীন। এসময় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসন, উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সহ জেলার বিভিন্ন উপজেলা হতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মেলনে অংশগ্রহণ করেন।

বক্তরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরার্মশ প্রদান করেন। বাল্যবিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীসহ সুশীল সমাজের সহযোগিতা চান বক্তরা।