জামালপুরে পুলিশ লাইন্সে মহিলা পুলিশ ব্যারাক ভবন উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে ৬ তলা বিশিষ্ট মহিলা পুলিশ ব্যারাক ভবনের ৩য় তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। জানাগেছে,বুধবার বিকেলে ৩ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৫ শত ৯ টাকা ১৭ পয়সা ব্যয়ে মহিলা পুলিশ ব্যারাক ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এডমিন এন্ড অপস) মোঃ মোখলেসুর রহমান বিপিএম বার। এ সময় তিনি ৩য় তলার ভবনটির চারপাশে ঘুরে দেখেন। মহিলা পুলিশ ব্যারাক ভবনটির নির্মানের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নিয়াজ ট্রেডার্স।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই সীমা রাণী সরকার, এএসপি হেডকোয়ার্টার মোঃ আব্দুল করিম, র‌্যাব-১৪ জামালপুর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিনিয়র এএসপি ইসলামপুর সার্কেল আবু সুফিয়ান, সহকারী পুলিশ সুপার এসএম আরিফ রাইয়ান, জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে জামালপুর জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সভার প্রধান অতিথি এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ মোখলেসুর রহমান তার বক্তব্যে বলেন, পুলিশকে আধুনিকায়ন করতে হলে মহিলা পুলিশদের প্রতি যত্লশিল হতে হবে। এ সময় তিনি পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সকল লোভ লালসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।