জয়িতা পদক পেয়েছেন কেন্দুয়ার সালমা আক্তার

কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি: সমাজ উন্নয়নের অসাম্যান অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেয়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সালমা আক্তার এছাড়াও তিনি বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পুরষ্কার অর্জন করেছেন, সালমা আক্তার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের দুইবারের সাবেক চেয়াম্যান ও কেন্দুয়া উপজেলার আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, বর্তমানে তিনি নেত্রকোনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। (২৭ অক্টোবর) শনিবার বিকালে সালমা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আভিন্দন জানিয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে কেন্দুয়া আটপাড়ায় একটি মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে কেন্দুয়া আটপাড়া দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে আটপাড়ায় যান এবং আটপাড়া উপজেলার চেয়াম্যান মো: খাইরুল ইসলাম, সালমা আক্তারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

এসময় সালমা আক্তার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে তাই আসুন সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করি। উল্লেখ্য ২৪ (অক্টোবর) বুধবার বিকেলে ময়মনসিংহ শহরের টাউনহল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্টানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ হাসনাত লোকমানের ভাপতিত্বে প্রাধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এনডিসি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়, কেন্দুয়া সালমা আক্তারকে ক্রেস্টসহ উত্তরীয় পড়িয়ে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস উদ্দিন ভূঞা, জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমূখ।