ঝিনাইদহের কৃতি সন্তান এম এ আনসারী’র ৭ম মৃত্যুবার্ষিকী

রামিম হাসান, ঝিনাইদহ থেকেঃ আজ ১২ অক্টোবর। ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আনসারী’র সপ্তম মৃত্যুবার্ষিকী ।
আনসারী মন্টু ঝিনাইদহ শহরের কা ননগর পাড়ার এইচএসএস সড়কের মৃত রমজান আলী আনসারীর ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, এডভোকেট এম এ আনসারী (মন্টু) ৭০ দশক থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এক সময় কলেজে অধ্যাপনাও করেছেন। ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তিনি প্রতিষ্ঠাতা ছিলেন।

তিনি সরকারী আইন কর্মকর্তা (পিপি) ছাড়াও বিভিন্ন সময় একাধিকবার ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এম এ আনসারী মন্টু ঝিনাইদহ থেকে প্রকাশিত আধুনালুপ্ত দৈনিক নবগঙ্গা পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। উল্লেখ্যঃ ২০১১ সালের ১২ই অক্টোবর তিনি মহেশপুর বর্ডারে সংবাদ সংগ্রহের জন্য সহকর্মীদের সাথে মাইক্রোবাস যোগে গিয়েছিলেন।

দুপুর ২টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে মহেশপুর উপজেলার নাটিমা বাজার থেকে সহকর্মী সাংবাদিকরা দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।